খবরের বিস্তারিত...


১৪ দলীয় জোটের সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মতবিনিময় অনুষ্ঠিত

জুলাই 19, 2018 সাংগঠনিক খবর

১৪ দলীয় জোটের সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মতবিনিময় অনুষ্ঠিত
দেশদ্রোহী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির সম্মিলিত ঐক্যের উপর গুরুত্বারোপ-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,- বিশ্ব অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর মত একটি মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অসংখ্য অবাক করা সাফল্য দেশ ও জাতি প্রত্যক্ষ করছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা স্পর্শ করতে সক্ষম হয়েছে। স্বল্পোন্নত দেশের তকমা ঘুছিয়ে উন্নয়নশীল দেশে অভিষেক ঘটেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, একটি চিহ্নিত মহল বরাবরই দেশবিরোধী বহুমাত্রিক ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশ ও জাতিকে বিপজ্জনক পথে ধাবিত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাই এ দুষ্ট চক্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তিকে সম্মিলিত ঐক্যের দূর্ভেদ্য প্রাচীর গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন,- মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ রাজনৈতিক দল হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২০০৪ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন-সংগ্রাম করেছে। ২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোটের শরিক দল হিসেবে নবম সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশর্তভাবে সমর্থন প্রদান করেছে। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনেও মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তিকে ক্ষমতায় আনতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে সর্বাত্মক সমর্থনের বিষয় পূনর্ব্যক্ত করেন। ১৪ দলীয় জোটের সাথে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩০ নং রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সাথে অদ্য ১৮ জুলাই ২০১৮ইং রোজ বুধবার বেলা ১২টায় মাননীয় প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) অধ্যাপক এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী ও অর্থ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিদুল আলম রেজভী প্রমুখ।

[related_post themes="flat" id="854"]