ভিশন ’৪১ বাস্তবায়নে সম্মিলিত ঐক্য গড়ে তুলতে হবে : ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এম এ সালাম
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, দেশ এখন মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী সেলিব্রেট করার দ্বারপ্রান্তে উপনীত। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে বিশ্বদরবারে বাংলাদেশ এখন বিস্ময়ের বিস্ময়। জাতীয় প্রবৃদ্ধি এখন লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই অসংখ্য অবাক করা সাফল্য অর্জনে সক্ষম হয়েছে দেশ ও জাতি। তিনি আরও বলেন, ২০০৪ সাল থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুগপৎভাবে কাজ করছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আওয়ামী লীগের পরিক্ষিত বন্ধু উল্লেখ করে তিনি আসন্ন একাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্মিলিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ বলেন, জাতীয় বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশও কেন্দ্রীয় সিদ্ধান্ত সাপেক্ষে আওয়ামী লীগের সাথে পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল রোববার জেলা পরিষদ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্টের সভাপতি এইচ এম মুজিবুল হক শুক্কুর, উত্তর জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, নগর সহ সভাপতি অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, আবদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দীন বাবলু, মহানগর ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এএম মঈন উদ্দীন চৌধুরী হালিম, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, হাটহাজারী আওয়ামীলীগ নেতা অধ্যাপক মুহাম্মদ খুরশিদ আলম, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির উদ্দীন টিপু, মাওলানা মহিউদ্দীন তাহেরী, এম. ইলিয়াছ খান ইমু, মাসুদ করিম চৌধুরী, এম আহমদ রেজা প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।
[related_post themes="flat" id="845"]