ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলার কাউন্সিল সম্পন্ন- শওকত আজিজ সভাপতি,মুসলিম উদ্দিন সম্পাদক
আহলে সুন্নাত ওয়াল জা’মাআতের আদর্শবাহী জাতীয় রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল বিকাল ২ ঘটিকায় আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সভাপতি এস.এম.শওকত আজিজ ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজলুম জননেতা এম. সোলায়মান ফরিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি স.ম.হামেদ হোসাইন, জেলা সহ সভাপতি আলহাজ্ব মাওলানা ওবায়দুল হক তৈয়্যবী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা স.ম.শহীদুল হক ফারুকী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা সহ সাধারণ সম্পাদক এইচ এমন নাসির উদ্দিন , জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম তালুকদার প্রমুখ।
পরিশেষে এস.এম.শওকত আজিজ ভাইকে সভাপতি ও মাওলানা মুসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট আনোয়ারা উপজেলা কমিটি গঠিত হয়।