খবরের বিস্তারিত...


আবু মুসা আনিসের ইন্তেকালে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দের শোক,জানাজায় নবীপ্রেমিক জনতার ঢল

মার্চ 07, 2018 বিবৃতি

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আবু মুসা আনিসুর রহমান এর  ইন্তিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর গভীর শোক প্রকাশ করেছেন।।

এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আবু মুসা আনিসুর রহমান একজন প্রকৃত নবীপ্রেমিক ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। তাঁর ইন্তিকালে মিল্লাত একজন খাঁটি আশেকে রাসুলকে হারাল। তিনি ছিলেন সংগঠনের জন্য নিবেদিত প্রাণ নেতা, সংগঠনের প্রতিটা কর্মসূচীতে তার ত্যাগ ও অবদান সংগঠনের ইতিহাসে সোনালী হরফে লেখা থাকবে। তার অভাব সহজেই পূরণ হবার নয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

আগামী ১০মার্চ শনিবার বাদে যোহর হতে কদলপুর লস্করদিঘীর পাড় হযরত মিয়াশাহ (রাহঃ) ঈদগাহ ময়দানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান দক্ষিণের ব্যবস্হাপনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ আবু মুছা মোহাম্মাদ আনিস এর স্বরণ সভা অনুষ্টিত হবে। উক্ত স্বরণসভায় কেন্দ্রীয় জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

[related_post themes="flat" id="807"]