ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা পটিয়া পশ্চিম পরিষদের অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া পশ্চিম পরিষদ ও ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলার আয়োজনে অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা সেনা সভাপতি মুহাম্মদ তাসলিম উদ্দীন এর সভাপতিত্বে সংগঠনের শান্তিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ফ্রন্ট সভাপতি এ.এম.মাঈনুদ্দীন চৌধুরী হালিম বলেন, ভাষা শহীদগণ ভাষা রক্ষার জন্য যে আত্নত্যাগ করেছেন তা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে অনন্তকাল। তিনি আরো বলেন, সুষ্ঠু ধারার রাজনীতির মডেল হিসেবে পটিয়ার বুকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা নতুন যুগের সূচনা করেছে। দৃপ্তকন্ঠে তিনি আরো বলেন, সেনা-ফ্রন্টের যুৎক্রিয়ায় পটিয়ার গণমানুষের একমাত্র ঠিকানা এখন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
উক্ত মতবিনিময় সভায় ছাত্রসেনা পটিয়া পশ্চিম পরিষদের পক্ষ হতে মতামত প্রদান করেন পরিষদের বর্তমান সভাপতি তসলিম উদ্দিন ও সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মুমিন। ছাত্রসেনা পটিয়া পশ্চিম পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলা ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন চৌধুরী, হারেস উদ্দীন, নাছির উদ্দীন, নুরুল আলম এবং সেনার সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, ঈসমাইল, রবিন, মুবারক, নাজিম, সাদেকসহ অন্যান্য আরো অনেকে উপস্থিত ছিলেন।