খবরের বিস্তারিত...


ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ছোট মহেশখালী ইউনিয়ন কমিটি গঠিতঃ আব্দুল ওয়াহেদ সভাপতি-হোছাইন ছিদ্দীকী সম্পাদক

ফেব্রু. 15, 2018 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহেশখালী উপজেলাধীন ছোট মহেশখালী ইউনিয়ন কমিটির কাউন্সিল অধিবেশন হাফেজ মুহাম্মদ রশিদের সভাপতিত্বে মুহাম্মদ সাজ্জাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ককসবাজার জেলা কমিটির আহবায়ক মাওলানা সুলতান উদ্দীন আলকাদেরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মুফিজুর রহমান,হাফেজ মাওলানা খায়রুল আমিন,হাফেজ আবু ছালেহ,মাওলানা মাহমুদুল করিম ,মৌলানা জাকরিয়া হাবীবি প্রমুখ ৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা কমিটির সভাপতি কাজী জয়নাল আবেদীন ৷পরিশেষে আব্দুল ওয়াহেদ রাব্বানীকে সভাপতি,হাফেজ মুহাম্মদ রশিদ কে সিনিয়র সভাপতি,মৌলানা নুরুল কবির কে সহ সভাপতি ,মাওলানা মুহাম্মদ হোসাইন ছিদ্দীকীকে সাধারন সম্পাদক,মৌলানা দেলোয়ার হোছাইন ছিদ্দিকী কে সহ সাধারন সম্পাদক,জিয়াউল হক জাহাঙ্গীর কে সাংগঠনিক সম্পাদক ,নুরুল কাদের কে সহ সাংগঠনিক সম্পাদক ,মৌলানা মনির আহমদকে অর্থ সম্পাদক,মৌলানা আব্দু রশিদ নূরী কে দপ্তর সম্পাদক ,মৌলানা আবদুল গফুর কে প্রচার সম্পাদক,মুহাম্মদ এবাদুল করিম কে ছাত্র,যুব ক্রীড়া সম্পাদক,মৌলানা গোলাম কুদ্দুছ কে তথ্যও গবেষণা সম্পাদক,মৌলানা হোছাইন জালাল কে সাহিত্য ও সাংস্কূতিক সম্পাদক,মৌলানা জাকের হোছাইন কে সমাজ কল্যাণ সম্পাদক ,মৌলানা কামাল হোছাইন কে শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক ,মৌলানা মহিউদ্দিন কে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক,ইসহাক,মৌলানা আলম শরীফ ,কামাল হোছাইন কে সদস্য করে ২১ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করেন ৷

[related_post themes="flat" id="785"]