দল মতের উর্ধ্বে উঠে গণমানুষের কল্যাণে কাজ করেছেন মহিউদ্দিন চৌধুরী- অধ্যক্ষ আল্লামা জুবাইর
আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায়- অধ্যক্ষ আল্লামা জুবাইর
দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন মহিউদ্দিন চৌধুরী….
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,- যেসব ক্ষণজন্মা মহাপুরুষদের আবির্ভাবে এদেশের জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়েছে, তন্মধ্যে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্বীয় কৃতকর্মের মাধ্যমে নিজেকে তাঁদের অন্যতম একজন হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। যাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরতে-পরতে দৃশ্যমান হয় মানবপ্রেম ও দেশাত্মবোধের অনন্য দৃষ্টান্ত। যিনি আমৃত্যু মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জাতীয় জীবনে যে কোন অনিয়ম-অসংগতির বিরুদ্ধে তিনি সর্বদা ব্যাঘ্র ভূমিকায় অবতীর্ণ হতেন। কোন অপশক্তির নিকট তিনি কখনও মাথা নোয়াননি। সর্বপ্রকার অন্যায়-অসুন্দরের বিরুদ্ধে তিনি ক্লান্তিহীন লড়াই-সংগ্রাম করেছেন। আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী কেবল একজন রাজনীতিকই ছিলেন না বরং তিনি গোটা চট্টলাবাসীর একজন যোগ্য ও গর্বিত অভিভাবক ছিলেন। তিনি এমন একজন কিংবদন্তিতুল্য মহান ব্যক্তিত্ব, যিনি দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন,- ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের শরিকদল হিসেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সক্রিয় ভূমিকার ভুয়সি প্রশংসা করেন। আগামীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তির যে কোন যৌক্তিক আন্দোলন সংগ্রামেও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্বতঃস্ফ’র্ত সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী সকল দল এবং মানুষের নিকট সমভাবে গ্রহণযোগ্য ও সমাদৃত একজন নেতা বলে মন্তব্য করেন। নগর আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন,- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি ভিন্ন রাজনৈতিক দল হয়েও আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম মহাজোট সমন্বয়ক এর স্মরণ সভা আয়োজন করাতে নগর আওয়ামীলীগের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শবাহী রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও চট্টলার উন্নয়ন আন্দোলন সংগ্রামে আগামীতেও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সার্বিক সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান বক্তা এম সোলায়মান ফরিদ বলেছেন,- প্রিয় জন্মস্থান চট্টলার বিরুদ্ধে যখনই দুষ্টচক্রের অবাঞ্চিত ষড়যন্ত্রের গন্ধ পেতেন তখনই এ বি এম মহিউদ্দিন চৌধুরী জীবন বাজি রেখে সোচ্চার ভূমিকায় এগিয়ে আসতেন। বার আউলিয়ার পুণ্যভূমি চট্টলার স্বার্থ পরিপন্থি যে কোন সিদ্ধান্ত-পদক্ষেপ তিনি কখনও মেনে নেননি। এমনকি দলীয় প্রটোকল ভেঙ্গে তিনি চট্টগ্রামবাসীর স্বার্থ সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন একজন আপোষহীন জননেতা। তাঁর এ প্রয়াণে শুধু চট্টগ্রাম নয়, গোটা দেশ একজন সাহসী কর্মবীরকে হারিয়েছেন। যাঁর এ শুন্যতা কখনও পূরণ হবার নয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন,- আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন সত্যিকারের একজন সুস্থ ও পরিচ্ছন্ন রাজনীতির মহান পথিকৃৎ। তাঁর পদাংক অনুসরণ করা হলেই জাতির জীবনে একটি মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মাণ করা সম্ভব। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে অদ্য ১০ ফেব্র“য়ারী ২০১৮ ইংরেজী রোজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মহাজোট এর চট্টগ্রাম জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত জননেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট এর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আবু নাছের তালুকদার, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নগর আওয়ামীলীগ সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব খোরশেদ আলম সুজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, বিশেষ বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম রেজভী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,-অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, আবদুর রহমান মান্না, আলহাজ্ব আলম রাজু, অধ্যক্ষ সৈয়দ আবু ছালেহ, এম. মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা রিয়াজ মাহমুদ, মুহাম্মদ মুফিজুর রহমান, এম ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম, অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান, ডা. হাসমত আলী তাহেরী, আলহাজ্ব ইলিয়াছ খাঁন ইমু, মাওলানা মহিউদ্দিন তাহেরী নক্সবন্দী, এম মাসুদ করিম চৌধুরী ও কাজী সুলতান আহমদ প্রমুখ। সভায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাব এর সম্মানিত সম্পাদক ও জমিয়তুল মোদাররেসিন বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব এ এম বাহাউদ্দিন এর শ্রদ্বেয়া আম্মাজানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিশেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতৃবৃন্দ মিলাদ কিয়াম ও মুনাজাত করেন ।