প্রকৃত অপরাধীরা অধরা থাকায় খুন গুমসহ অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে- নগর ইসলামিক ফ্রন্ট
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি এইচএম মুজিবুল হক শুক্কুর সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গোটা চট্টগ্রাম যেন সন্ত্রাসের অভয়ারণ্য। সংবাদপত্র খোলা মাত্রই কোথাও না কোথাও গুম-খুনের লিভ নিউজ দেখে চোখ ছানা বড়া হয়ে উঠে। গত ১৬ জানুয়ারি নগরীর জামালখান এলাকায় আদনান ইসপার নামক কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্ত সন্ত্রাসীরা হত্যা করে, এছাড়াও পারিবারিক কলহের জের ধরে ছোট্ট শিশু মিমকে ঘণধর্ষণপূর্বক হত্যা গোটা চট্টগ্রামবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রশাসনের নাকের ডগায় কিসের জোরে সন্ত্রাসীীদেও এহেন ঔদ্ধত্য প্রকাশ পায় তা বোধগম্য নয়। ইতোপূর্বে ৪ মাসের ব্যবধানে চট্টগ্রামে ৬/৭টি ন্যাক্কারজনক হত্যাকাÐ সংগঠিত হয়। ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা কদমতলীতে হারুন হত্যা, সদরঘাটে সুদীপ্ত হত্যার কোন কিনারা হয়নি। এসব হত্যকাÐের সাথে জড়িতরা এখনও অধরা রয়েছে। ইদানিং বিভিন্ন এলাকায় বিভিন্ন লোককে নানাভাবে অপহরণ করে মুক্তিপণ আদায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সত্যিকার অর্থে এসব হত্যাকাÐের যথাযথ বিচার না হওয়ায় এবং প্রকৃত অপরাধীরা অধরা থাকায় খুন-গুমসহ অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সভায় গৃহীত অপর এক প্রস্তাবে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতি রোধ, অবিলম্বে নগরীর ভাঙ্গা রাস্তাঘাট মেরামত ও সংরক্ষণ, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বিকাল ৩টায় সংগঠনের দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
চট্টগ্রাম নগর সভাপতি এইচএম মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সভাপতি আবদুর রহমান মান্না, এসএম আবদুল করিম তারেক, সৈয়দ আবু সালেহ মাওলানা নাসির উদ্দিন আনোয়ারী, ওয়াহেদ মুরাদ, এম মহিউল আলম চৌধুরী, মঈনুদ্দিন চৌধুরী হালিম, মাওলানা নাসির উদ্দিন, ডা. হাসমত আলী তাহেরী, দিদারুল আলম, ইলিয়াস খান প্রমুখ।