‘জেরুজালেমে ইহুদিদের নিয়ন্ত্রণ মুসলমানরা সহ্য করবে না’- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ওয়াসা মোড়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, জেরুজালেমে অবস্থিত মসজিদুল আক্সা মুসলিম মিল্লাতের প্রথম কাবা। এ শহর নিয়ে দীর্ঘদিন ধরেই ইসরাইল–ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ চলে আসছে। দশকের পর দশক এ শহর নিয়ে সহিংসতা, নাশকতা ও প্রচুর রক্তপাতের ঘটনা সংঘটিত হয়েছে। ইসরাইল–ফিলিস্তিনিদের মধ্যকার এহেন বিরোধ নিষ্পত্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের এ গর্হিত সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে নিরপেক্ষতা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কারণে তাদের মুসলিম বিদ্বেষী মনোভাবের প্রতিফলন ঘটেছে। প্রকৃতপক্ষে মুসলমানদের আদিশত্রু যুক্তরাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে মুসলিম নিধন। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও অমানবিক উল্লেখ করে তিনি আরও বলেন, এ সিদ্ধান্তে তাবৎ দুনিয়ার মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা জুবাইর ডোনাল্ড ট্রাম্পের এ মুসলিম বিদ্বেষী সিদ্ধান্তের প্রতিবাদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিমকে ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান এবং যুক্তরাষ্ট্রকে মুসলিম বিদ্ধেষী এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারে জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর ইসলামিক ফন্টের সভাপতি আলহাজ্ব এইচ, এম, মুজিবুল হক শুক্কুর। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম, জাহাঙ্গীর আলম রেজভী চৌধুরী। নগর দপ্তর সম্পাদক ডা. হাসমত আলী তাহেরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একেএম নুরুল ইসলাম হুলাইনী, অধ্যাপক আলহাজ্ব স ম শহীদুল হক ফারুকী, এম.মহিউল আলম চৌধুরী, আলহাজ্ব আলম রাজু, আলহাজ্ব এএম মঈন উদ্দিন চৌধুরী হালিম, মাওলানা মোহাব্বত আলী, এম ওয়হিদুল্লাহ সিরাজী, এম কাজী সোলতানুল রশিদ, এস এম আবু ছাদেক, এম মাসুদ করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান ও মো.দিদারুল আলম প্রমূখ। সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল জমিয়তুল ফালাহ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ চত্বরে সমাপ্তি হয়।
[related_post themes="flat" id="756"]