ইসলামী স্কলার মাওলানা বখতিয়ার উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুফাসসির মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের সুস্থতা কামনায় রোববার বিকেল ২টায় চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন, আল্লামা এনামুল হক সিকদার, ড.আল্লামা কামাল উদ্দিন আযহারী, এইচএম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আব্দুর রহমান মান্না, মুহাম্মদ আক্কাস উদ্দিন খোন্দকার, এম. মহিউল আলম চৌধুরী, এম. ওয়াহেদ মুরাদ, এএম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ইলিয়াছ খান ইমু, মাওলানা মহিউদ্দীন তাহেরী নক্সবন্দী, আল্লামা জানে আলম নেজামী প্রমুখ।
[related_post themes="flat" id="751"]