খবরের বিস্তারিত...


অবাঞ্চিত ব্লেইম গেইম রাজনীতি দেশ-জাতিকে বিপজ্জনক পথে ধাবিত করবে-সৈয়দ বাহাদুর শাহ

ডিসে. 23, 2017 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র বিশাল জনসভায়-আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
অবাঞ্চিত ব্লেইম গেইম রাজনীতি দেশ ও
জাতিকে বিপজ্জনক পথে ধাবিত করবে
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন,- দেশ এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দোরগোড়ায় উপনীত হলেও জাতীয় জীবনে অদ্যাবধি সুস্থতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাইনি। জনজীবনে ঘুষ,দুর্নীতি,খুন,গুম,জুলুম-নির্যাতন ইত্যাকার গর্হিত কর্মকান্ড সমূহ জগদ্বল পাথরের ন্যায় চেপে বসেছে। ফলশ্রুতিতে সামাজিক শান্তি ও জন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত। চাঁদাবাজি,টেন্ডারবাজি, দখল-বেদখল মাত্রা ছাড়িয়ে গেছে। প্রশাসনিক কর্তাব্যাক্তির সহায়তায় ইয়াবা সহ প্রাণঘাতি বিভিন্ন নেশাজাত দ্রব্যের চলছে অবাধ রমরমা বাণিজ্য। থানা হাজতের নিরাপত্তা বেষ্টনীতেও আসামীরা অনিরাপদ। জনগণের রক্ষক পুলিশের প্রকাশ্য দিবালোকে বেপরোয়া চাঁদাবাজি ও অনৈতিক লেনদেন একেবারেই অদম্য। দেশের অন্যতম রপ্তানি আয়ের উৎস বস্ত্রখাতে নৈরাজ্য বন্ধ হয়নি। গার্মেন্টস শ্রমিকরা নিত্যদিনই বিবিধ নিপীড়ন ও হয়রানির শিকার হচ্ছে। শিল্পায়ন মোটেও আশাব্যাঞ্জক নয়। বিদেশী বিনিয়োগে বিরাজ করছে স্থবিরতা। রপ্তানীর সূচক পশ্চাৎমুখী নতজানু পররাষ্ট্রনীতির কারণে ক্রমাগত শ্রমবাজার হারাচ্ছে দেশ। অভিশপ্ত বেকারত্বের কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না। বর্ধিষ্ণু দ্রব্যমূল্যে জনজীবন ওষ্ঠাগত। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি,আত্ম ও দলকেন্দ্রিকতা কোনভাবেই রাজনীতিতে সুফল বয়ে আনবে না। উপরন্তু অবাঞ্চিত ব্লেইম গেইম রাজনীতি দেশ ও জাতিকে বিপজ্জনক পথে ধাবিত করবে বলে মন্তব্য করে তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐক্যের দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,-বর্তমান বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা রোহিঙ্গা শরণার্থী। বাংলাদেশের পার্শবর্তী রাষ্ট্র মিয়ানমার এর সামরিক জান্তা ও উগ্র বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক সেদেশের রোহিঙ্গা মুসলমানদের জাতিগত নিধন এর মাধ্যমে বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে। এযাবৎ ১০ লাখেরও অধিক রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে। যা বাংলাদেশের জন্য বিশাল এক বোঝা হলেও মানবিক কারণে বাংলাদেশ এদের আশ্রয় দিয়ে বিশ্ব অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দু:খজনক হলেও সত্য যে, এসব রোহিঙ্গা শরণার্থীদের কারণে ক্রমাগতভাবে এদেশের সামাজিক শান্তি ও নিরাপত্তা সংকটাপন্ন হয়ে পড়ছে। এদের নাগরিক অধিকার ফিরে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি জোর দাবী জানান।এছাড়াও সম্প্রতি জেরুজালেমকে অবৈধভাবে ইসরাঈলের রাজধানী ঘোষনা করার মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,- এ ঘোষণার মধ্য দিয়ে মুসলমানদের আদি শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র তার ইসলাম বিদ্বেষী মনোভাবের পুনরায় পুনরাবৃত্তি ঘটালো। সভাপতির বক্তব্যে এইচ.এম. মুজিবুল হক শুক্কুর বলেছেন,- এদেশের গৌরবোজ্জল সংগ্রামে অনন্য সাধারণ অবদান রাখার পরও এ চট্টগ্রাম এখনও উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে পশ্চাৎপদ। এ দেশের রাজস্ব আয়ের সিংহভাগ যোগানদাতা এ চট্টগ্রাম এযাবতকালের সকল ক্ষমতাসীনদের নিকট বরাবরই বৈমাত্রিক অবহেলার শিকার হয়েছে। তিনি চট্টলার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন বলে মন্তব্য করে চট্টগ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জাতীয় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য ক্ষমতাসীনদের প্রতি জোর দাবী জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী,বিজয়ের ৪৬ বছর উদযাপন, জেরুজালেমকে ইসরাঈলের রাজধানীর ঘোষণার প্রতিবাদ, রোহিঙ্গা সংকট নিরসন,চট্টগ্রাম নগরীর রাস্তা-ঘাট সংস্কার,যানজট নিরসন ও পরিকল্পিত চট্টগ্রামের উন্নয়নের দাবীতে অদ্য ১৯ ডিসেম্বর ২০১৭ ইং মঙ্গলবার বিকেল ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট এর সভাপতি আলহাজ্ব এইচ.এম.মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত হযরতুলহাজ্ব সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন, আলহাজ্ব কাজী মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক আ মা ম মুবিন, আলহাজ্ব সিরাজ উদ্দিন তৈয়বী। চট্টগ্রাম নগর ইসলামিক ফ্রন্ট এর দপ্তর সম্পাদক মাওলানা মহিউদ্দীন তাহেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত গণজমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,- অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী, আলহাজ্ব মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, আবদুর রহমান মান্না, মাওলানা সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, কে এম নুরুল ইসলাম হুলাইনী, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা নিজাম উদ্দিন, এম মহিউল আলম চৌধুরী, এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, ইলিয়াছ খান ইমু, ডা: হাসমত আলী তাহেরী, আহমদ রেজা, কাজী সুলতান আহমদ, এমদাদুল ইসলাম, এনামুল হক এনাম, কামরুল হাসান শাকিল, প্রমুখ।

[related_post themes="flat" id="732"]