রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে কক্সবাজারে ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী
বাস্তুহারা রোগে-শোকে বিধ্বস্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আজ উখিয়া ছুটে গিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। সকাল ১১ টা কক্সবাজার বিমান বন্দরে পৌঁছালে তাঁকে বরণ করে নেন ইসলামিক ফ্রন্টের কক্সবাজার জেলা নেতৃবৃন্দ। তিঁনি উখিয়ার বালুখালীতে রোগাক্রান্ত রোহিঙ্গাদের জন্য ফ্রি চিকিৎসাসেবা ও মেডিসিন প্রদানের জন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ আয়োজনে ৭ দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন এবং রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় ভাইস-চেয়ারম্যান পীরে তরিকত নাসেরুল হক চিশতী, মহাসচিব শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড এর সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূর হোসাইন সহ ইসলামিক ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর কেন্দ্রীয় ও কক্সবাজার জেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজ ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর অবধি উখিয়ার বালুখালী-২ ক্যাম্পে মেডিকেল ক্যাম্প চলবে, এতে বিশেষজ্ঞ ডাক্তাররা রোহিঙ্গাদের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করবেন।
[related_post themes="flat" id="697"]