খবরের বিস্তারিত...


কর্ণফুলী উপজেলায় ইসলামিক ফ্রন্টের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

সেপ্টে. 22, 2017 সাংগঠনিক খবর

কর্ণফুলী উপজেলা নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা নাছির উদ্দীন এর নির্বাচনী প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। চেয়ার মার্কায় নির্বাচন করা এই দুই প্রার্থী আজ সারাদিন গাড়ি বহর নিয়ে পুরা উপজেলা চষে বেড়ান। উপজেলার দারুগা হাট,বোর্ড বাজার,ব্রীজঘাট ও মইজ্জার টেকে পথসভায় বক্তব্য রাখেন দুই প্রার্থী। চেয়ার মার্কার সমর্থনে অনুষ্ঠিত এই পথসভাগুলোতে নানা বয়সের মানুষের ঢল নামে। জাহাঙ্গীর রিজভীর অগ্নিঝড়া বক্তব্যে আন্দোলিত হয় কর্ণফুলীর জনগণ। জাহাঙ্গীর রিজভী তার বক্তব্যে বলেন- ‘আমি জিতলে আওয়ামিলীগ-বিএনপি কেউ হারবে না। কারণ সবাইকে নিয়েই আমি কর্ণফুলী উপজেলা উন্নয়নের জন্য কাজ করব’। তিনি তার বক্তব্যে কর্ণফুলীকে সংসদীয় আসন ঘোষনারও জোর দাবী জানান।

Comments

comments