
রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘ ও ওআইসিকে দায়িত্ব নিতে হবে – সোলায়মান ফরিদ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব এম. সোলায়মান ফরিদ বলেছেন, মিয়ানমারের রাখাইন যেন এক মৃত্যুপুরী। ঘরে–বাইরে, লোকালয়ে রোহিঙ্গা মুসলমানদের লাশ আর লাশ। গোটা রাখাইন জুড়ে দাউ–দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। মৃত্যুভীতি উপেক্ষা করে দেশ ছেড়ে পালাবার চেষ্টা করলেও নির্বিচারে গুলি করে হত্যা করছে এসব রোহিঙ্গা মুসলমানদের। মুসলমানরা মিয়ানমারের ২য় বৃহত্তম জনগোষ্ঠী হলেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। নিগৃহিত, লাঞ্চিত, নির্যাতিত ও অপাংক্তেয়। এসব নিরীহ রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘ, সকল মানবাধিকার সংগঠন, ওআইসিসহ তাবৎ বিশ্বকে দায়িত্ব নিতে হবে। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে জামালখানস্থ প্রেসক্লাব চত্বরে মিয়ানমারে নির্বিচারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।