
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পতেঙ্গা থানা শাখার অভিষেক ও কর্মী সম্মেলন সম্পন্ন
গত ১৪ই জুলাই শুক্রবার বিকাল ৪টায় কাটগর, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঈসা মাহাবুব এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহীম তৈয়্যবীর সভাপতিত্বে ইসলামিক ফ্রন্ট পতেঙ্গা থানা শাখার অভিষেক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহঃসভাপতি লেখক ও গবেষক, জননেতা অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী সাহেব । প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় ইস্যুতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে দেশের স্বার্থে এক হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান করেন এবং পশ্চিমা বিশ্বের সংস্কৃতি মনা এই দেশের কিছু রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আন্দোলনের চিত্র দেখে ঈর্ষান্বিত হচ্ছেন বলে দাবী করেন । প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট পতেঙ্গা থানা শাখার বিপ্লবী সাধারন সম্পাদক, উদীয়মান তরুন সংগঠক এম এ রহীম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা কাজী সুলতান আহম্মদ , ইসলামিক ফ্রন্ট ইপেজেড থানা শাখার নেতা আব্দুল ওয়াদুদ এবং সাদেক হোসেন । এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট পতেঙ্গা থানা শাখার সহঃ সভাপতি হাফেজ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুব আলম, মাওলানা জসিম উদ্দিন নোমানী, আলী আকবর, মিজান, ওমর ফারুক, আব্দু রহীম, আকরাম রাজিব, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের কলেজ বিষয়ক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল আল মামুন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এম ইসমাইল হোসেন সহ প্রমুখ । বক্তারা আগামী দিনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কর্মকাণ্ড কে পতেঙ্গা থানার আওতাধীন সকল ওয়ার্ড,ইউনিট পর্যায়ে গতিশীল করতে সবাই একমত পোষণ করেন ।