ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে খাস এর সাধারণ সভা অনুষ্টিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে খাস এর সাধারণ সভা শনিবার পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় অফিস মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভায় সংগঠনের সদ্য প্রকাশিত দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও কর্মনির্দেশিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশনা সমূহের মোড়ক উন্মোচন করেন দলের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। এ সময় পরিষদের পক্ষ থেকে প্রকাশনা সমূহ হস্তান্তর করেন দলের মাননীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উপস্থিত ছিলেন দলের মজলিসে খাস এর সদস্য বৃন্দ সর্বজনাব অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, অধ্যক্ষ আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ আ.মা.ম মুবীন ও এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী প্রমুখ।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজনে আগামী ২৫ জুলাই, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয়” শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্টিত হবে।