খবরের বিস্তারিত...


শান্তির ধর্ম ইসলামই মুক্তির পথ-ইসলামিক ফ্রন্টের ইফতার মাহফিলে ওবায়দুল কাদের এমপি

ইসলামিক ফ্রন্ট এর ইফতার ও দোয়া মাহফিলে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের- জঙ্গীবাদ নয়, শান্তির ধর্ম ইসলামই মুক্তির একমাত্র পথ
জাকাত ভিত্তিক অর্থনীতিই দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে পারে- সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও ওলামা মাশায়েখদের সম্মানে এক ইফতার মাহফিল ও সাম্প্রতিক ভূমি ও পাহাড় ধ্বসে নিহতদের জন্য দোয়া মাহফিল আজ ২৭ রমজান, ২৩ জুন, শুক্রবার কাকরাইলস্থ হোটেল রাজমনি ঈশা খাঁ-তে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এম.পি। এতে প্রখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও ওলামা মাশায়েখগণ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জঙ্গীবাদী ও সন্ত্রাসীরা দেশে বিদেশে দ্বীন ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে উগ্রপন্থা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ শান্তির জীবনব্যবস্থা ইসলামে উগ্রপন্থা ও জঙ্গীবাদের কোন স্থান নেই। যুগে যুগে ইসলামই মানবজাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাই বর্তমান সরকার জঙ্গীবাদ ও ইসলাম বিকৃতিকারী চক্রের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছে। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেন, ইসলাম নিছক কোন ধর্মের নাম নয়, ইসলামে রয়েছে যুগের প্রেক্ষাপটে সকল সমস্যার সমাধানের চাবিকাঠি। জাকাত সুযোগ নয়, গরীবের অধিকার ও সুষম অর্থনৈতিক ব্যবস্থার জনক। তাই জাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারলে সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সাম্যবাদী অর্থনীতির মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর মহাসচিব লায়ন এম.এ আউয়াল এম.পি,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এম.পি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর সহকারী অধ্যাপক এমদাদুল হক। এতে আরো বক্তব্য রাখেন  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, প্রিন্সিপাল কাজী আনোয়ারুল ইসলাম খান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাংগঠনিক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, আলহাজ্ব এইচ.এম মুজিবুল হক শুক্কুর, অর্থ সচিব এডভোকেট শাহীদুল আলম রিজভী, ঢাকা মহানগর ইসলামিক ফ্রন্ট নেতা মুহাম্মদ মাঈন উদ্দীন, গোলাম মাওলা, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন ইউ.এ.ই শাখার আহ্বায়ক আলহাজ্ব আলী রেজা, ইসলামী ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ মনির হোসাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ভূমি ও পাহাড় ধ্বসে নিহতদের মাগফিরাত, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সহ  সমগ্র মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

[related_post themes="flat" id="611"]