
জমিয়াতুল ফালাহ মসজিদের নতুন খতিব সুন্নী স্কলার সৈয়দ ক্বারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন
চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত সুন্নী স্কলার, দেশের স্বনামধন্য ইসলামী ব্যাক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ক্বারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন (মাঃজিঃআঃ)। তিনি ইতিপূর্বে হযরত খাজা শরফুদ্দীন চিশতী (রঃ) প্রকাশ হাইকোর্ট মাজার মসজিদের প্রাক্তন খতিব ও ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বীয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। এইছাড়াও তিনি চট্রগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করেন।