১৪ দলীয় জোটের সমন্বয়ক নাসিমের সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র বৈঠক অনুষ্ঠিত
১৪ দলীয় জোটের সমন্বয়কের সাথে ইসলামিক ফ্রন্ট এর বৈঠক অনুষ্ঠিতঃ জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের দমনে ঐকমত্য প্রকাশ।।
—————————————————————————————-
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাথে ১৪ দলীয় জোটের সমন্বয়ক স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম সাহেবের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান খাজা মুহাম্মদ এনায়েত উল্লাহ, যুগ্ম মহাসচিব আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দী, সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সচিব (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, অর্থ সচিব এডভোকেট এম শাহীদ রিজভী, দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দীন, ইসলামী ছাত্রসেনা সাধারণ সম্পাদক মুহাম্মদ কফিল উদ্দীন রানা, ইসলামী ছাত্রসেনা’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সৈয়দ আবু ছায়িদ শাফিন প্রমুখ।
এতে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও স্বাস্থ্য মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দকে অতীতে মুক্তিযুদ্ধের সপক্ষে ও জঙ্গীবাদ বিরোধী অবস্থান এর কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশবিরোধী অপশক্তি দমনে আওয়ামী লীগের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের কারণে মুক্তিযুদ্ধের শক্তিকে শক্তিশালী করায় জোটের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ ইসলাম বিরোধী যুদ্ধাপরাধী ও জঙ্গি অপশক্তিকে দমনে সরকারের ভূমিকার প্রতি সমর্থন ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আগামীতেও দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার নিজ নিজ পক্ষে মতামত জানান।