আল্লামা জালাল উদ্দীন আল কাদেরীর জানাজায় লাখো মানুষের ঢলঃ মঙ্গলবার প্রেসক্লাবে স্মরণসভা
বিশ্বখ্যাত যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার ওলামা মাশায়েখদের ওস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন এর গভর্নর খতিবে বাঙাল, আল্লামা জালাল উদ্দীন আল ক্বাদেরী’র জানাজায় চট্টগ্রামে লাখো মানুষের ঢল নামে। বাদে জোহর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্টিত ৩য় জানাজার নামাজে লাখ লাখ মানুষের ঢল নামে। মসজিদের বিশাল মাঠ ছাড়িয়ে মসজিদের চারপাশের রাস্তায়ও লাখ লাখ মানুষ জানাজার নামাজ আদায় করে। বাদে আসর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্টিত ৪র্থ ও শেষ জানাজার নামাজেও লাখো মানুষ উপস্থিত হয়।
আগামিকাল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা আয়োজনে যুগশ্রেষ্ঠ এই মহান আলেমের স্মরণসভা অনুষ্টিত হবে।
[related_post themes="flat" id="506"]