আল্লামা জালাল উদ্দীন আল কাদেরীর ইন্তিকালে জাতি অভিভাবক হারা হল – ইসলামিক ফ্রন্ট
বিশ্বখ্যাত যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, হাজার হাজার ওলামা মাশায়েখদের ওস্তাদ, ইসলামিক ফাউন্ডেশন এর গভর্নর খতিবে বাঙাল, আল্লামা জালাল উদ্দীন আল ক্বাদেরী’র ইন্তিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও আল্লামা জয়নুল আবেদীন জুবাইর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, আল্লামা জালাল উদ্দীন আল ক্বাদেরী শুধু বাংলাদেশ নয়, তিনি বিশ্ব মুসলিম জাতির এক কান্ডারী ছিলেন। তিনি একাধারে বিদগ্ধ আলেম ছিলেন, পাশাপাশি একজন দক্ষ প্রশাসক ও অতুলনীয় শিক্ষক হিসেবে যুগ যুগ ধরে প্রজন্মের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ইন্তিকালে ইসলামী বিশ্বের যে গভীর শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তাঁর কর্মময় জীবন বিশ্ব মুসলমানের জীবনে অনুপম আদর্শ হয়ে থাকবে। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে মরহুমের রাফয়ে দারাজাত ও পরিবারবর্গের ধৈর্যধারণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
[related_post themes="flat" id="503"]