লক্ষীপুরে ইসলামিক ফ্রন্ট আয়োজনে আল্লামা সৈয়দ সাইফুল্লাহ্ নক্সেবন্দীর স্মরণসভা
ঐতিহ্যবাহী চাঁদপুর চান্দ্রা দরবার শরীফের মরহুম পীর হজরাতুলহাজ্ব আল্লামা সৈয়দ সাইফুল্লাহ্ নক্সেবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর শোক সভা ও মিলাদ মাহফিল দালাল বাজার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলা শাখার উদ্দ্যোগে অনুষ্টিত হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আল্লামা অধ্যাপক হেলাল উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে ও ছাত্রসেনা জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মহিউদ্দিন রিয়াজের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দালাল বাজার ডিগ্রী কলেজ এর সম্মানিত অধক্ষ্য জনাব শাহ্ আলম পাটওয়ারি আরো উপস্থিত ছিলেন ফ্রন্টের জেলা সেক্রেটারী মাওলানা মোরশেদ আলম, সহ সভাপতি সমাজ সেবক আবুল কালাম আজাদ, সহ সভাপতি হাজী সোলায়মান, সহ সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু, দপ্তর সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, ছাত্রসেনার জেলা সেক্রেটারী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ.কে.সোহাগ হোসাইন আত্তারী, প্রচার সম্পাদক কাউছার মাহমুদ, অর্থ সম্পাদক ফজলে রাব্বি ইদ্রিস, মু.দেলোয়ার হোসাইন সহ ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার থানা, ইউনিয়ন ও সর্বস্থরের সুন্নী মুসলিম জনসাধারণ। সভাপতি তার বক্তব্যে বলেন পীর সাহেব হুজুর কেবলা ছিলেন চাঁদপুর, ফরিদগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বৃহত্তম এই অঞ্চলের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি সব সময় শরীয়ত ও তরিকতের উপর ছিলেন পরিপূর্ণ। তাই বৃহত্তম এই সব জেলার সাধারণ মুসলমান অনেকে তাঁর হাতে বায়াত গ্রহণ করে নিজেদের জীবন কে আল্লাহ্ ও তাঁর প্রিয় মাহবুব (দ) এর কদমে বিলীন করে দিয়েছেন। তিনি ছিলেন একজন সত্যিকার আশেকে রাসূল দ : তথা পরিপূর্ণ আশেকে রাসূল দ :। আলোচনা শেষে মরহুমের জন্য মাখফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
সাইফুল্লাহ হুজুরের জীবনী বলছেন ইসলামিক ফ্রন্ট নেতা আল্লামা হেলাল উদ্দীন
[related_post themes="flat" id="459"]