ঢাকা-রাজশাহী-রংপুরের পর এইবার সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
আগামি ২৫ আগস্ট সিলেটের সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ এর রিলিফ টিম।
ইতিপূর্বে রংপুর বিভাগের কুড়িগ্রামে, ঢাকা বিভাগের জামালপুর জেলা ও রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উক্ত ৩ টা সংগঠনের রিলিফ টিম।
সুনামগঞ্জে রিলিফ টিমের নেতৃত্ব দেবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী। ওনার সফরসঙ্গী হিসেবে সুনামগঞ্জ যাবেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন, সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দীন, ইসলামী ছাত্রসেনা ঢাকা নগর সাধারণ সম্পাদক সামিউল শুভ, সিলেট বিভাগীয় ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা বদরুরু রেজা সেলিম, ছাত্রসেনা সিলেট জেলা সভাপতি আবুল খয়ের, নারায়নগঞ্জ জেলা সভাপতি রাহাত হাছান, মৌলভীবাজার জেলা সেক্রেটারী অলিউর রহমান প্রমুখ। সার্বিক সহযোগিতায় থাকবে ইসলামী ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
[related_post themes="flat" id="449"]