খবরের বিস্তারিত...


আল্লামা আলাউদ্দিন আখঞ্জি হত্যায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নিন্দা

আগস্ট 21, 2016 সাংগঠনিক খবর

শনিবার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইউএসএ তে সুন্নি আলেম আল্লামা আলাউদ্দিন আখঞ্জি হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তীব্র নিন্দা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী,সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী, আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আ.খ.ম জামাল,ঢাকা মহানগর সভাপতি ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক সামিউল শুভ সহ প্রমুখ।
প্রধান অতিথি এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় হুমকি হচ্ছে জঙ্গিবাদ। আইএস,আল কায়েদা,তালেবান,বকো হারাম সহ সকল জঙ্গি গোষ্ঠী মূলত একটি মতবাদে বিশ্বাসী আর সেই মতবাদ হচ্ছে ভ্রান্ত ওহাবী মতবাদ। এই মতবাদ কে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য এই সকল উগ্র জঙ্গি গোষ্ঠী হত্যা করছে নিরীহ মানুষদের, বাদ যায়নি নারী,শিশুরাও এমনকি সত্যিকারে যারা ইসলাম প্রচার করছে তাঁদেরকেও আজ তারা হত্যা করছে। যেভাবে শাহাদাত বরণ করেছিলেন শহীদে মিল্লাত আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকি,পীর খিজির হায়াত খান এবং তারই ধারাবাহিকতায় ইউএসএ’র মতো দেশে হত্যা হল আল্লামা আলাউদ্দিন আখঞ্জি। কেননা তাঁদের মতো সত্যিকার ইসলামপন্থিরা সবসময় এই সব উগ্রগোষ্ঠীর বিরদ্ধে কথা বলে আসছে,সংগ্রাম করে আসছে এবং জানিয়ে আসছে যে ইসলামের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। তাই ইসলাম কে বাঁচাতে হলে এই উগ্র জঙ্গিবাদ কে তার মুল থেকে নির্মূল করতে হবে এবং সেই কারনে আহলে হাদীস,লা-মাযহাবী,সালাফীদের মতবাদ নিষিদ্ধ করতে হবে।

[related_post themes="flat" id="446"]