
নির্বাচন কমিশনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর অডিট রিপোর্ট জমাদান সম্পন্ন
রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দল এর জন্য প্রতি ভিসাব সনের আয় ব্যায়ের হিসাব রেজিস্টার্ড চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম দ্বারা অডিট করে নির্বাচন কমিশনে জমাদান করা বাধ্যতামূলক। গত ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত ২০১৫ পঞ্জিকা বৎসরের অডিট রিপোর্ট জমাদানের শেষ দিনে আজ ৩১ জুলাই রবিবার সকাল ১০.৩০ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব আল্লামা মোশাররফ হোসাইন হেলালীর নেতৃত্বে প্রতিনিধি দল কমিশনের সহকারী সচিব মিসেস রৌশন আরা বেগমের নিকট “হুদা এন্ড কোং” কর্তৃক নিরিক্ষিত অডিট রিপোর্ট জমাদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী (রিজভী), দপ্তর সম্পাদক এম. মনির হোসাইন, কেন্দ্রীয় নেতা মুফতি আবদুল্লাহ আল মামুন, মাওলানা ইউসুফ হাসান মাহমুদী, এ.বি.এম আরাফাত মোল্লা, গোলাম জিলানী হিরু প্রমুখ।
[related_post themes="flat" id="414"]