জঙ্গীবাদের প্রচার মাধ্যম পিসটিভি নিষিদ্ধ করার সিদ্ধান্তে ইসলামিক ফ্রন্টের সন্তোষ প্রকাশ
সুফীবাদী মতাদর্শের রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, মহাসচিব শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী,সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী জঙ্গীবাদের প্রচার মাধ্যম পিসটিভি নিষিদ্ধ করার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন- জঙ্গিবাদী আহলে হাদীস মতবাদে বিশ্বাসী পিস টিভি সুকৌশলে ইসলামী লেবাস ধারণ করে ইসলামের মর্মমূলে কুঠারাঘাত করে যাচ্ছে। পিস টিভির বক্তারা জঙ্গিদের আদর্শিক আইকন। দেশে-বিদেশে বিকৃত সালাফী ও আহলে হাদীস নেতাদের বক্তৃতা প্রচারের মধ্য দিয়ে পিস টিভি বাংলাদেশে জঙ্গিবাদ প্রচার করছিল। আমরা দীর্ঘদিন ধরে পিস টিভি বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে বিতর্কিত এই চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় সরকার ও সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানাচ্ছি।
[related_post themes="flat" id="396"]