ইসলাম বিরোধী সেকুলার শিক্ষানীতি বাতিল কর,করতেই হবে- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
ইসলাম বিরোধী শিক্ষানীতি বাতিলের দাবীতে ১০ জুন শুক্রবার বাদে জুমা ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর শাখা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ আহবান করেছে। এই সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেবে ইসলামিক ফ্রন্টের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা।
সমাবেশকে সফল করার আহবান জানিয়ে ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী বলেন- সরকার ও কর্তৃপক্ষকে বুঝতে হবে এদেশের আপামর জনতা জামাত শিবির ও জঙ্গিবাদ কে ঘৃণা করে। কিন্তু তার মানে এই নয় যে, মানুষ বিংশ শতাব্দীর পতিত মতবাদ তথাকথিত সেকুলার কমিউনিজমকে প্রতিষ্ঠা করবে। বরং এই মাটির অতীত ইতিহাস বলে দয়াল নবীজীর শান মান ও আল্লাহর দ্বীনের উপর এক চুল পরিমাণ আঘাত আসলে এই সবুজ শ্যামল সোনার মাটির খাঁটি সন্তানরা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত কুরবান করতে কসুর করবে না।।
[related_post themes="flat" id="325"]