খবরের বিস্তারিত...


ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার ত্রাণ সামগ্রী বিতরণ

অদ্য ২ জুন ২০১৬ইং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর ও আঞ্জুমানে খুদ্দামুল মুছলেমিন আবুধাবী মুচ্ছাফা শাখা এর যৌথ উদ্যোগে সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম আনোয়ারা উপকূলীয় গহিরা এলাকাবাসীর মাঝে নলকূপ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা সহ-সভাপতি ও নগর শাখার সভাপতি এস.এম আবু সাদেক ছিটু, আনোয়ারা ৩নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা নাছির উদ্দিন, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা জয়নুল আবেদীন, নগর ছাত্রসেনার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস.এম. ইসমাইল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, মাসরুর আলম, এইচ.এম. কবির, সোলায়মান, শহিদুল ইসলাম প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এস.এম. আবু সাদেক ছিটু বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সরকারী ও বেসরকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, অতি শিঘ্রই উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না করলে আরো ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতি জোর দাবি জানান।

[related_post themes="flat" id="301"]