
আনোয়ারার রায়পুরে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর চেয়ার প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান পদপ্রাথী হাফেজ মৌলানা নাছির এর চেয়ার মার্কার সমর্থনে পূর্ব ফকির হাট ও বাঁচা
মাঝির ঘাট এলাকায় প্রচারনা ও গণসংযোগ চালানো হয় । এই সময় সাথে ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সাবেক নেতা,বিশিষ্ট আলেমে দ্বীন ৯০ দশকের রাজপথ কাঁপানো সংগঠক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জননেতা আল্লামা জয়নুল আবেদীন সাহেব, ইসলামিক ফ্রন্ট নেতা এম. সোলাইমান সওদাগর সাহেব,ইসলামী ছাত্রসেনা ৩ নং রায়পুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক এইচ এম করিম , শাহ আজিজ, মুজিব,আরিফ, ইমরান, আজাদ, ছাইফুল,তারেক, ইয়াছিন,ইমরান,নেজাম,রাশেদ,করিম,আছাপ ঊদ্দীনসহ একঝাঁক ছাত্রসেনা কর্মী।