ভয়াল ২৯ এপ্রিল এর শহীদদের স্মরণে ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার দোয়া মাহফিল
১৯৯১ সালের ২৯ এপ্রিল সংগঠিত প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়-জলোচ্ছাস এর আঘাতে শহীদদের স্মরণে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ৩নং খানখানাবাদ ইউনিয়ন (বাঁশখালী) আয়োজনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব অধ্যক্ষ আল্লামা আনোয়ারুল ইসলাম খান। এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্টের সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক এম মহিউল আলম সহ ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার বাঁশখালী থানা নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন-১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মত ভয়াবহতা পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা গেছে। এ ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রানহাণি ও সম্পদহানির ঘটনা ঘটেছিল। শুধু বাঁশখালীতে মৃতের সংখ্যা ছিল ৪০ হাজারের মতো। প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষতি হয়। তারা আরো বলেন, এসব ক্ষয়ক্ষতি দেখভাল ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিভিন্ন ধরনের পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য উপকূলীয় মন্ত্রণালয় গঠন করা জরুরি।
[related_post themes="flat" id="212"]