ফরহাদাবাদ ইউপি ইসলামিক ফ্রন্ট প্রার্থী আতিক উল্লাহর মনোনয়নপত্র পেশ
আসন্ন হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইসলামিক ফ্রন্টের অন্যতম নেতা মো. আতিক উল্লাহ চৌধুরী গত ৭ এপ্রিল উপজেলা নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম, হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা ছৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, আহলে ছুন্নাত ওয়াল জামাতের হাটহাজারী উপজেলা সভাপতি মুফতি মাওলানা কাজী জসিম উদ্দীন ফারুকী, সুমন চৌধুরী, বেদারুল আলম প্রমুখ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে চেয়ার প্রতীক নিয়ে লড়বেন হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদের ইউসুফ চৌধুরী বাড়ির সন্তান আতিক উল্লাহ চৌধুরী।
[related_post themes="flat" id="210"]