প্রেসক্লাবে ইসলামিক ফ্রন্টের মানববন্ধনঃ গুলি ছুড়ে জনতার কণ্ঠস্বর বন্ধ করা যায় না
বাঁশখালীতে পরিবেশ ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী জনগনের শান্তিপুর্ণ প্রতিবাদ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আজ ০৫/০৪/২০১৫ ইং, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখা (দক্ষিন), এর যৌথ উদ্যোগে “এক বিশাল মানববন্ধন” অনুষ্টিত হয়। এতে ছাত্রসেনা-ইসলামিক ফ্রন্টের নেতাকর্মীসহ সর্বস্থরের জনগনে অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজীবুল হক শুক্কুর। এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি কাজী জসিম উদ্দীন, ছাত্রসেনা দক্ষিন জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, ইসলামিক ফ্রন্ট নেতা আলী আজগর সহ ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখা নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নিরীহ মানুষের উপর পুলিশের গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবী জানান এবং সরকারকে জনতার দাবী মেনে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহবান করেন।