খবরের বিস্তারিত...


বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ষড়যন্ত্রের বিরদ্ধে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিবাদ

মার্চ 30, 2016 বিবৃতি

আবারও বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দামঃ রুখে দাঁড়াও বাংলাদেশ- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

আবারও বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এমনই ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল ২৯ মার্চ ২০১৬, মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, গুটিকতেক বিদেশী সংস্থা ও আমলাদের সুযোগ দিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা সহ্য করা হবে না। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাহেবের বক্তব্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা লক্ষ্য করা গেছে। মন্ত্রী মহোদয়ের কথার মধ্যে ধারণা করা যায়, ফার্নেস অয়েল এর দাম কমলেও বিদ্যুৎ ও গ্যাস এর দাম তো কমছেই না। উল্টো দাম বৃদ্ধির পাঁয়তারা করা হচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পরিবহন ভাড়ার কারণে স্বল্প আয়ের মানুষের জীবনধারণের ব্যয় অবিশ্বাস্য গতিতে বেড়ে জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। এর উপর বছরের চাকা না ঘুরতেই আবার বিদ্যুৎ ও গ্যাস এর দাম বৃদ্ধির পাঁয়তারা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। তাই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে অতিসত্বর গণবিরোধী এসব চিন্তাভাবনা বাদ দিয়ে জনজীবন সহনীয় করতে বিদ্যুৎ ও গ্যাসসহ দ্রব্যমূল্য কমাতে হবে। অন্যথায় নিপীড়িত জনতাকে সাথে নিয়ে সরকার বিরোধী গণ আন্দোলন গড়ে তোলা হবে।

[related_post themes="flat" id="180"]