মহান স্বাধীনতা দিবসে ইসলামিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।।
সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতার সুফল অর্জন সম্ভব নয়।।— আল্লামা সৈয়দ বাহাদুর শাহ।।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, মহান স্বাধীনতা লাভের ছেচল্লিশ বছর পার হলেও জনগণ আজো স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল দেশের নিপীড়িত মেহনতী মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অথচ মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও জনগণের সাথে বেঈমানি করে ক্ষমতাধররা জনগণকে শোষণ করে গেছে।
আল্লামা সৈয়দ বাহাদুর শাহ আজ বিকাল তিনটায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর শাখা কর্তৃক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থ সচিব এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, ঢাকা মহানগর সহ সভাপতি আল্লামা মোশাররফ হোসেন হেলালী, ইসলামী ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মনির হোসাইন, সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর ছাত্র সেনা সভাপতি সৈয়দ আবু ছায়িদ শাফিন, মতিঝিল থানা সভাপতি মুহাম্মদ সামিউল শুভ প্রমুখ।
এতে নেতৃবৃন্দ আরো বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডাকাতি ও ক্যান্টনমেন্ট এর মত সুরক্ষিত স্থান থেকে কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার এর মধ্য দিয়ে বোঝা যায় মানুষ চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ আরও বলেন, জঙ্গিবাদ ও জামায়াত শিবিরের সাথে মদিনার ইসলামের দূরতম সম্পর্ক নাই। অথচ জঙ্গিবাদকে নিরুৎসাহিত করার নামে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ক ধারা মুছে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এর মাধ্যমে জঙ্গীবাদ দমন তো হবেই না, বরং দেশের শতকরা নব্বই ভাগ জনগণের আবেগ অনুভূতিতে সুড়সুড়ি দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। নেতৃবৃন্দ সরকার ও কর্তৃপক্ষকে সংখ্যাগরিষ্ঠ জনগণের বিশ্বাস এর বিপরীতে নাস্তিকদের ষড়যন্ত্রে পা না রাখতে সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান। অন্যথায় জনগণকে নিয়ে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।