ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এককভাবে ইউপি নির্বাচনে অংশ নেবে
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বর্তমান সরকারের অধীনস্থ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী দেশব্যাপী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলমিক ফ্রন্ট বাংলাদেশের এককভাবে প্রতিদ্ধন্ধীতায় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন,- সরকার পরিচালিত নির্বাচন কমিশনের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় এ কমিশনের অধীনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তিনি শংকা প্রকাশ করে নির্বাচনের পূর্বেই “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি করে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গ্যারান্টি নিশ্চিত করণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আসন্ন নির্বাচনে দেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহনের ক্ষেত্রে সৃষ্ট যাবতীয় বাধা-বিগ্নতা দুরিভূত করতে সরকারকে অধিকতর সক্রিয় দয়িত্বশীলতা নিয়ে এগিয়ে আসার জন্য জোর দাবী জানান।
[related_post themes="flat" id="146"]