সিলেটের হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামিক ফ্রন্টের জশনে জুলুছ
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ-এর উদ্যোগে এবং ইসলামী ছাত্রসেনা, রেজভীয়া কমিটি বাংলাদেশ, হিজবুর রাসুল (সাঃ) বাংলাদেশ, ইজপুর দরবার শরীফ, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, রাউদগাঁও দরবার শরীফ-এর সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। সকাল ১০টায় জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সভাপতি ডাঃ আলাউদ্দিন আল আবেদীর সভাপতিত্বে ও জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক আব্দুল হামিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি আমিরুল ইসলাম রামীম। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি এম এ মমিন, মুফতি বদরুর রেজা সেলিম, হাজী আব্দুল মতিন, মাওলানা হাফেজ মফিজুর রহমান নকশেবন্দী, আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন প্রমূূূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কুতুবুল হাসান চৌধুরী, ইসলামিক ফ্রন্ট নেতা সৈয়দ আকিকুর রেজা, মাওলানা নজির আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল মন্নান শাহিন, মোহাম্মদ আলী আল আবেদী, আব্দুল হামিদ, মাহফুজুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল রেজভী, আতাউর রহমান, মুজাহিদুল ইসলাম, জালাল উদ্দিন, মাওলানা জাকির হোসাইন, আফজল হোসাইন, মহসিন, মিঠু প্রমূখ। বক্তারা আগামী দিনে সুন্নীয়তের সঠিক রূপরেখাকে বাস্তবায়নের লক্ষ্যে তৃণপর্যায়ে সুন্নীয়তের জান্ডাকে উচ্চাঙ্গীন করার লক্ষ্যে আকবর আলী রেজভী (মাঃজিঃআঃ), আল্লামা আবেদ শাহ আল মাদানী (রহঃ) ও আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আহমদসহ হক্কানী আলেম ওলামা ও পীর মাশায়েখদের অনুসরণে সুন্নীমনা সবাইকে এক পতাকার নিচে একত্রিত হওয়ার আহবান জানান। পরে শহরে জশনে জুলুছ শেষে প্রেসক্লাবে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।