খবরের বিস্তারিত...

রাষ্ট্রপতির সাথে সংলাপে ইসলামিক ফ্রন্টঃ সংবিধানের আলোকে ইসি গঠনে বিধিমালা তৈরির করার প্রস্তাব

রাষ্ট্রপতির সাথে সংলাপে ইসলামিক ফ্রন্টঃ সংবিধানের আলোকে ইসি গঠনে বিধিমালা তৈরির করার প্রস্তাব

ফেব্রু. 14, 2016 সাংগঠনিক খবর

নতুন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে  সংবিধানের আলোকে ইসি গঠনে বিধিমালা তৈরির করার কথা বলেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

বেলা ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংলাপ শুরু হয়। নির্বাচন কমিশন গঠনে একটি আইন করার প্রস্তাব রেখে তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ১২ জনের নামের তালিকা দেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং বর্তমান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হুসেনের নাম রয়েছে।

সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘এদের মধ্য থেকে যদি ৫ জন বেছে নিয়ে কমিশন করা হয় সেটা দেশের জন্য মঙ্গল হবে এবং শক্তিশালী নির্বাচন কমিশন হবে। আর আগামী নির্বাচন নিরপেক্ষ হবে সেটাই আমরা মনে করছি।’

[related_post themes="flat" id="68"]