চাঁদপুর হাজীগঞ্জে আল্লামা ফারুকীর নৃশংস হত্যার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, ইলেক্ট্রনিক মিডিয়া চ্যানেল-আই এর ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ এর উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকী’র নৃশংশ হত্যার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বৃহস্পতিবার বিকাল ৩টায় হাজীগঞ্জ বায়তুল আমান মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো পৌরসভা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেণ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুফতি মঈনুদ্দীন ভূঁইয়া আজমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ আল¬ামা মোহাম্মদ আলী নক্সবন্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম হেলালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন, হিযবুর রাসুল(দ:) বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: আ: হাই সাহেব, সাধারন সম্পাদক মো: আ: করিম, মো: আব্দুস সাত্তার, মো: আ: বাসেত, আমজাদ হোসেন মিরন মুন্সী, মেহেদী হাছান মিন্টু ।
প্রতিবাদে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সাবেক সভাপতি এম মোতাছিম বিল্ল¬াহ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মো: মোস্তফা কামাল মিয়াজী, সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মো: মামুন শেখ, মো: শামছুর রহমান, মো: নুর আলম, মো: দিদার আলম, হাফেজ মো: মাসউদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো: মঞ্জুর আলম পাটওয়ারী।