
গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
স্বাধীন বাংলাদেশের মানুষ এখন পরাধীনতার শৃঙ্খলে বন্দী। বাক স্বাধীনতা নেই বললেই চলে। কথায় কথায় মামলা, হামলা, গুম, খুন ইত্যাকার ঝুট ঝামেলায় যখন মানুষের জীবন অতিষ্ঠ ঠিক সে মুহূর্তে “মড়ার উপর খাঁড়ার ঘা” এর মতো গ্যাস-বিদ্যুতের মূল্য বাড়ানোর গভীর পাঁয়তারা চলছে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সাথে সাথে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাবে। ফলে মানুষের জীবন নির্বাহ অনেক কঠিন হয়ে পড়বে। এ ধরনের হঠকারী সিদ্ধান্তে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে। নিম্নবিত্তরা তো কষ্টে আছেই মধ্যবিত্তদের জন্য সংসার চালানো অত্যন্ত কঠিন হবে। সরকার কী মানুষের বাঁচার অধিকারটুকুও কেড়ে নিতে চাচ্ছে?
গতকাল সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে “গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে” আয়োজিত সভায় প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে এবং মানুষের জীবনযাত্রা অনিশ্চয়তার পথে ঠেলে দিলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে।
সভায় প্রধান বক্তা ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জোবাইর বলেন, মানুষ আজ দিশেহারা, জীবন ও জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করেও কোন কূল-কিনারা পাচ্ছেনা, ঠিক সে মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে আরো অসহায় করে তুলবে। বিশেষ বক্তা এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী বলেন, সরকার প্রতি বছর বিদ্যুতের দাম বাড়ায় আর বাড়িওয়ালারা বাসার ভাড়া বাড়ায়। গ্যাসের দাম দ্বিগুণ করাটা বাজারে যেমনি প্রভাব পড়বে তেমনি আমদানি রপ্তানি পণ্যের ক্ষেত্রেও সমান প্রভাব পড়বে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগর শাখার সভাপতি খাজা আরিফুর রহমান তাহেরীর সভাপতিত্বে ও এম মনির হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- সি,সহ-সভাপতি আল্লামা মোশাররফ হোসেন হেলালী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম শহিদুল আলম রিজভী, এমএম নাঈম উদ্দীন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, ছাত্রসেনা ঢাকা নগর সভাপতি সৈয়দ আবু সায়ীদ শাফিন, শেখ ফরিদ মজুমদার, সৈয়দ আবু সায়হাম সুজন প্রমুখ।