খবরের বিস্তারিত...


‘ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই’- ইসলামিক ফ্রন্ট চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

ফেব্রু. 14, 2016 সাংগঠনিক খবর

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী   বলেছেন, ‘স্বাধীনতার ৪২ বছরেও আমরা প্রকৃতভাবে স্বাধীন হইনি। সারাদেশ দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে। সারাবিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়েছে। যুবতী থেকে চার বছরের কন্যাশিশুর ইজ্জত-জানমালের নিরাপত্তা নেই। চাঁদা না দেয়ায় ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে।
কুমিল্লা লাকসাম সদরের রাজঘাটে ইসলামিক ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও হিযবুর রাসুল (সাঃ) উপজেলা দলীয় কার্যালয় উদ্বোধন ও কমিটি ঘোষণাকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। বর্তমানে যারা ইসলামের নামে হরতাল-জ্বালাও-পোড়াও করে, দেশের সম্পদ নষ্ট করে তাদের মাঝে ইসলামের কিছু নেই।
ইসলামিক ফ্রন্ট উপজেলা সভাপতি মাস্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ মাহমুদী, গাজী ইকবাল মাহমুদ, হেলাল উদ্দিন, মো. আবুল কাসেম, শহীদ উল্লাহ মিয়াজী, কাজী সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Comments

comments